Indian Prime Time
True News only ....

আচমকা গিরিশ পার্ক স্টেশনে থমকে গেল মেট্রোর চাকা

- Sponsored -

- Sponsored -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সকালের ব্যস্ত সময় আজ প্রায় ২০ মিনিট ধরে গিরিশ পার্ক স্টেশনে মেট্রো দাঁড়িয়ে রয়েছে। শুধু ময়দান থেকে কবি সুভাষ ও গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর স্টেশন অবধি মেট্রো চলছে। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। পরিষেবা থেমে যাওয়ার পর মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের তরফে কিছু জানানো হয়নি।

গিরীশ পার্ক মেট্রো স্টেশনে থাকা এক যাত্রী জানান, ‘‘মাইকে ঘোষণা করা হলেও তা অস্পষ্ট। স্টেশনে উপস্থিত যাত্রীদের কানে তা পৌঁছচ্ছে না বলে অভিযোগ ওঠে।’’ মেট্রোর মোটরম্যানও আচমকা পরিষেবা থমকে যাওয়ার কারণ সম্পর্কে সম্পূর্ণ অজানা। মেট্রো কর্তৃপক্ষের তরফে পরে জানানো হয়েছে, মোটরম্যান এসপ্ল্যানেড এবং পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের মাঝের ডাউন লাইনে আচমকা একটি আলোর ফুলকি লক্ষ করেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

কিন্তু আলোর ফুলকি দেখা গেল কেন তা জানা যায়নি। ডাউন লাইনের কোনো ত্রুটি রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত গিরীশ পার্ক মেট্রো স্টেশন থেকে কবি সুভাষগামী ট্রেন থেকে যাত্রীদের নামতে বলা হয়েছে। ফাঁকা ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে অফিস টাইমে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় নিত্যযাত্রীরা চরম সমস্যার সম্মুখীন হয়েছেন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored