নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লির নাঙ্গলোই এলাকায় একটি সরকারী বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎই হুড়মুড়িয়ে সিলিং ফ্যান ভেঙে সোজা এক ছাত্রীর ঘাড়ে এসে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা যাচ্ছে, শ্রেণীকক্ষের ছাদ ভেজা ও স্যাঁতসেঁতে ছিল। ছাদ চুঁইয়ে জলও পড়ছিল। হঠাৎ করে বিকট শব্দ করে ছাদ ভেঙে সিলিং ফ্যান ওই ছাত্রীর ঘাড়ে এসে পড়ে। এই ঘটনায় ওই ছাত্রীকে আহত অবস্থায় একটি স্থানীয় বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
আপাতত সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। কিন্তু এখনো অবধি এই ঘটনা নিয়ে স্কুল কর্তৃপক্ষ বা সরকারের কোনো প্রতিনিধি কিছু বলেননি। সরকারী বিদ্যালয়ে এমন ঘটনায় ছাত্র-ছাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here