নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির নাগরাকাটার বামনডাঙায় চা বাগানের নির্জন রাস্তা দিয়ে বিজয় প্রতাপ সিং নামে এক জন ব্যক্তি বাইকে করে বাড়ি ফেরার সময় আচমকা একটি চিতাবাঘ ঝাঁপিয়ে পড়তেই বিজয়বাবু টাল সামলাতে না পেরে বাইক নিয়ে রাস্তায় উল্টে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎই চিতাবাঘটি ঝাঁপিয়ে পড়তেই তিনি বাইক নিয়ে উল্টে পড়েন। এই ঘটনায় শরীরের একাধিক জায়গায় আঘাতও পেয়েছেন। এরপর প্রতিবেশীরা বিজয়বাবুকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
এই ঘটনায় বন দপ্তরের খুনিয়া রেঞ্জের রেঞ্জার প্রদ্যুৎ সরকার বলেন, ‘‘আহত ব্যক্তির চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত বন দপতরের পক্ষ থেকেই করা হচ্ছে।’’
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code