Indian Prime Time
True News only ....

বালি ও মাটির ধসে চাপা পড়ে প্রাণ হারালো ১ যুবক

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ গতকাল বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত দ্বারকা নদের ঘাটে বালি চাপা পড়ে মৃত্যু হওয়া ৩৫ বছর বয়সী মানব মাল নামে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। জানা গেছে মানবের বাড়ি দ্বাদুরী গ্রামের মালপাড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন থেকে মল্লারপুর থানার অন্তর্গত তালোয়া পঞ্চায়েতের অধীন আড়াল গ্রামের শেষ প্রা্নতে ও পার্শ্ববর্তী পোড্ডা মৌজায় অবৈধ ভাবে দ্বারকা নদ থেকে বালি তোলা হচ্ছে। আড়াল, দ্বাদুরী, গৌরবাজার এলাকার বেশ কয়েক জন যুবক এই অবৈধ বালি কারবারের সাথে জড়িত।

বিশেষ করে মার্চ মাস থেকে জুন মাস এই অবৈধ উত্তোলন করে পার্শ্ববর্তী কোট, গৌরবাজার সহ নানা এলাকায় বালির কারবারিরা ব্যবসা করেন। বালি পাচার করার জন্য একাধিক ট্রাক্টর যাতায়াত করার ফলে নদীবাঁধ যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমন অতিরিক্ত বৃষ্টিতে নদীর জল সহজেই মাঠ প্লাবিত করে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এছাড়া অতিরিক্ত বালি বোঝাই ট্রাক্টর যাতায়াতের জন্য দ্বারকা নদের পাড় সহ আড়াল থেকে কামড়াঘাট যাওয়ার ঢালাই রাস্তা ক্রমাগত খারাপ হয়ে যাচ্ছে। আর এদিন আড়াল গ্রামের এক জন ট্রাক্টর মালিকের সাথে তিন-চার জন শ্রমিক পোড্ডা মৌজার বুলবনি কালিতলার ঘাট সংলগ্ন এলাকায় বালি তুলতে যান।

সেই সময় মানব এবং তিন জন শ্রমিক বালি ও মাটির ধসে চাপা পড়ে গেলে দু’জন শ্রমিক নিজেদেরকে কোনোভাবে উদ্ধার করতে পারলেও মানব পারেননি। এরপর তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তবে এই ঘটনায় পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored