নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ এ যেন অবিশ্বাস্যকর ঘটনা। না দেখলে বিশ্বাসই হবে না। মালদার কালিয়াচকের দুই নম্বর ব্লকের বাঙ্গিটোলার মোথাবাড়ি থানার অন্তর্গত গোঁসাই হাট এলাকার হাজারিটোলার ইসমাইল শেখের বাড়িতে যখন তখন নিজে থেকেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে।
গত শুক্রবার থেকে প্রতিদিন কোনো কারণ ছাড়াই কখনো ঘরের দেওয়াল থেকে তো কখনো ঘরের মেঝে থেকে সেই আগুন জ্বলে উঠছে। আর তাতে ঘরের জিনিসপত্র সব পুড়ে যাচ্ছে। সাধারণত যখন সবাই ঘুমোয় তখনই এমন ঘটনা বেশী ঘটছে। এমন ভুতুড়ে কাণ্ডে আতঙ্কিত সমগ্র পরিবার।
Sponsored Ads
Display Your Ads Here
পরিবার সূত্রে জানা যায় যে, অগ্নিকাণ্ডের জেরে ঘরের জামা-কাপড়, বিছানার চাদর ও অন্যান্য আসবাব পত্র সহ সব কিছু একেবারে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই ঘটনা শুনে এলাকার বাসিন্দারা ছুটে আসতেই আগুন নিভে যায়। অর্থাৎ মানুষজন এসে গেলেই আগুন একেবারে নিভে যাচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
বিজ্ঞান মঞ্চের সদস্যরা এলাকায় যাবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিষয়টি এই নিয়ে ওই পরিবারের ব্লক প্রশাসনের সাথে কথা হয়েছে। বিজ্ঞান মঞ্চের তরফ থেকে জানা গিয়েছে, মিথেন গ্যাস বেরিয়ে বাইরের অক্সিজেনের সংস্পর্শে এলে আগুন জ্বলে ওঠে। কিন্তু এই ক্ষেত্রে বিষয়টি ঠিক কি ঘটছে তা খতিয়ে না দেখে বলা সম্ভব নয়।
