নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার মায়াপুরের ইস্কন মন্দির সংলগ্ন গঙ্গানগর এলাকায় একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে জোড়া মৃতদেহ। যাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে। মৃতরা গঙ্গানগরের বাসিন্দা ২৫ বছর বয়সী বিশ্বরূপ দাস ও ৩৫ বছর বয়সী গৌরনগরের বাসিন্দা লীলা অবতার দাস। লীলা অবতার বিদেশিনী।
জানা গিয়েছে, লীলা অবতার বেদান্ত শাস্ত্র নিয়ে পড়াশোনা করতে চিন থেকে মায়াপুরে এসেছিলেন। প্রায় দু’বছর ধরে লীলা অবতার মায়াপুরেই থাকতেন। অন্য দিকে বিশ্বরূপ আগে কৃষ্ণনগরের শক্তিনগর এলাকায় থাকতেন। ইসকনের ওয়েবসাইট সংক্রান্ত কাজ করতেন।
তবে ইসকন জানিয়েছে, নৌকাবিহারের সময় অসাবধানতাবশতা জলে ডুবে দু’জনের মৃত্যু হয়েছে। ম্নে করা হচ্ছে যে এক জনকে প্রাণে রক্ষা করতে করতে গিয়ে অপর জনের মৃত্যু হয়েছে।
পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও পুলিশ ওই যুগ্লের ম্রিত্যর ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।