নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ গতকাল আলিপুরদুয়ারে প্রকাশ্য দিবালোকে শিক্ষক-শিক্ষিকাদের ওপর নেশাগ্রস্ত তিন জন যুবক চড়াও হয়। এই ঘটনা সামনে আসতেই জেলার শকুন্তলা মোড় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার বিবরণে জানা যায়, সেন্ট জেভিয়ার্স স্কুলের একজন শিক্ষক ও স্টেপিং স্টোন স্কুলের দুই জন শিক্ষিকা আলিপুরদুয়ার জংশন এর দিকে যাচ্ছিলেন। সেই সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকা তিন জন যুবক একই বাইকে চেপে বেপরোয়াভাবে বাইক চালিয়ে ওই শিক্ষিক-শিক্ষিকাদের ওপর চড়াও হয়।
এরপর মারুতি ভ্যানে থাকা ওই শিক্ষককে গাড়ি থেকে বের করে বেধড়ক মারধর করার পাশাপাশি শিক্ষিকাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ ওঠে। তারপর ওই শিক্ষকের গুরুতর চোট লেগে মাথা ফেটে রক্ত ঝরতে থাকে।
এরপরেই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে এবং দুই জন যুবককে আটক করে। কিন্তু ততক্ষণে বাকি এক জন যুবক ওই স্থান থেকে পালিয়ে যায়। পুলিশের কাছে খবর দিলে কিছুক্ষণের মধ্যেই আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশ এসে ওই দুই জন যুবককে গ্রেপ্তার করে।
আর সাথে সাথে এলাকাবাসীরা তড়িঘড়ি করে ওই শিক্ষককে আলিপুরদুয়ার রেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয়।
এই ঘটনার খবর চাউর হতেই একদিকে যেমন বেপরোয়া বাইক চালোনা তেমনি দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে সাধারণ মানুষজন প্রশ্ন তুলেছে। এছাড়া শিক্ষক মহল এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন।