নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা এলাকার বাতানপাড়ায় চপার নিয়ে পথচারীদের উপর আচমকা হামলা চালানোর অভিযোগ উঠলো শেখ সফি নামে এক জন রিকশাচালকের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন এক শিশু সহ মোট ৬ জন।
আহতদের সকলকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে স্থানীয়রা শেখ সফিকে আটক করে মারধর করে। পাশাপাশি পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
Sponsored Ads
Display Your Ads Here
জেলার ডিএসপি ট্রাফিক (দ্বিতীয়) রাকেশ চৌধুরী জানান, ‘‘আক্রান্তদের শারীরিক অবস্থা স্থিতিশীল। অন্যদিকে দিনের বেলা শেখ সফি রিকশা চালায়। আর আগে রাতেরবেলা নেশা করত। শেখ সফিকে মানসিক বিকারগস্ত বলে মনে করা হচ্ছে।’’
Sponsored Ads
Display Your Ads Here