নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের ফৈজাবাদ আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়ে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি তাক লাগিয়ে দিয়েছে। আর এই লোকসভা কেন্দ্রেই অযোধ্যার রামমন্দির রয়েছে। মনে করা হয়েছিল, রামমন্দিরকে সামনে রেখে হিন্দুত্বের আবেগ উস্কে এবারও বিজেপি ওই কেন্দ্র থেকে জয়ী হবে। কিন্তু ফৈজাবাদের দু’বারের সাংসদ লাল্লু সিংহকে সমাজবাদী পার্টির নেতা অবধেশ প্রসাদ পঞ্চাশ হাজারেরও বেশী ভোটে পরাজিত করেন।
এই অপ্রত্যাশিত জয়ের পর অবধেশ প্রসাদের দাবী, ‘‘বিজেপি রামমন্দিরকে সামনে রেখে রাজনৈতিক সুবিধা পেতে চেয়েছিল। চেয়েছিল বেকারত্ব, দারিদ্র্য, মুদ্রাস্ফীতি বা কৃষকদের সমস্যার মতো বিষয়গুলি থেকে মানুষের মনোযোগ সরে যাক।’’ আর জয়ের কারণ বলতে গিয়ে জানান, “আমি দলিত ভাই-বোনেদের থেকে সবচেয়ে বেশী সমর্থন পেয়েছি। গত বার দলিত সম্প্রদায় বিজেপিকে সমর্থন করেছিল। এছাড়া ওবিসি ও সংখ্যালঘু ভোটও পেয়েছি।”
আমার আলাদা কোনো পরিকল্পনা ছিল না। প্রভু রাম, হনুমানজীর আশীর্বাদ এবং মানুষের ভালোবাসায় এই জয় সম্ভব হয়েছে। আমি মনে করি এই তিন শক্তি আমার জয়কে সুনিশ্চিত করেছে।” প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে তিনি এই ফৈজাবাদ কেন্দ্র থেকে বিজেপির কাছে প্রায় ৬৫ হাজার ভোটে হেরে গিয়েছিলেন। আর এবার উত্তরপ্রদেশে ৩৭টি আসনে অখিলেশের দল জয় ছিনিয়ে নিয়েছে। পাশাপাশি মুলায়ম পুত্রকে কৃতিত্ব দিয়ে অবধেশ প্রসাদ বলেন, “জয়প্রকাশ নারায়ণ, রামমনোহর লোহিয়ার মতো সমাজবাদী নেতাদের স্বপ্নপূরণ করবেন অখিলেশ।”