টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা
অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাই স্কুলের মূল গেটের সামনে ছাত্ররা টায়ার দিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। ছাত্ররা অভিযোগ করে যে দশম শ্রেণীতে তারা মাইনোরিটি টাকা পাওয়ার জন্য অনলাইনের মাধ্যমে ফর্ম ফিলাপ করলেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি।
শিক্ষার্থীরা এই বিষয়ে নিয়ে প্রধান শিক্ষককে জানালেও কোনো সুরাহা হয়নি। তাই শিক্ষার্থীরা বাধ্য হয়ে বিদ্যালয় চত্বরে এসে মূল গেটের বাইরে প্রধান ফটক আটকে আগুন জ্বালিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
এই ঘটনার ফলে শিক্ষার্থীদের মধ্যে যথেষ্টই ক্ষোভের সঞ্চার হয়েছে। শিক্ষার্থীরা দাবী তুলে জানায় তাদের আইডি অর্থাৎ নথিভুক্তির যে নম্বর সেই নথিভুক্ত নম্বর দিতে হবে। আর সেই দাবীতেই অনড় হয়ে এখনো বিক্ষোভ চলছে।
অপরদিকে প্রধান শিক্ষক সেলিম আহমেদ উদ্দিন জানিয়েছেন, “উর্দ্ধতন কর্তৃপক্ষকে সমস্ত বিষয়টি জানানো হয়েছে”।