নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ পুরুলিয়ার জয়পুরে একটি বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেল থেকে উদ্ধার হয়েছে ২১ বছর বয়সী সাগর সাহু নামে এক জন পড়ুয়ার ঝুলন্ত দেহ। বাড়ি ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার খামার গ্রামে।
সাগরের দাদা সুরজিৎ সাহু জানান, গতকাল রাতেরবেলা ১১ টার সময় ভাইয়ের মোবাইল ফোন থেকে কেউ ফোন করে জানান যে, ভাই আত্মহত্যার চেষ্টা করেছেন। আর তা শোনামাত্র সাগরের পরিবারের সদস্যরা কলেজে ছুটে গিয়ে সাগরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
এরপর পরিবারের তরফ থেকে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানানো হয়েছে যে, সে হস্টেলের যে ঘরে থাকতেন সেখানে ফাঁসির দড়ি দুই থেকে তিন ফুট উপরে ছিল। তাই প্রশ্ন উঠছে যে, আত্মহত্যা করলে দড়ি মেঝে থেকে এই উচ্চতায় থাকবে কিভাবে? এছাড়া তার ফোনের লক খুলে ফোন করা হলো কিভাবে তা নিয়েও প্রশ্ন শুরু হয়েছে।
এমনকি সাগরের বন্ধুদের কথাতেও অসঙ্গতি ধরা পড়েছে। এক এক জন এক রকম কথা বলছেন। তাই পরিবারের অনুমান, সাগরকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে এই ঘটনাটির তদন্তে নেমে ওই ঘরটিকে সিল করে দিয়েছে।