Indian Prime Time
True News only ....

বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু হলো ১ ছাত্রীর

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল হাওড়ার লিলুয়ায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ফের দুর্ঘটনায় মৃত্যু হলো ১০ বছর বয়সী সিদ্ধি শ্রীবাস্তবের। সিদ্ধি স্থানীয় অগ্রসন স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ত।

জানা যাচ্ছে, বিদ্যালয় থেকে বিদ্যালয়ের গাড়িতে করে বাড়ি ফেরার সময়ে বাড়ির কাছে নেমে সে কুন্দন বাই লেন দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। তখন একটি মালবাহী গাড়ি পিছন থেকে এসে সজোরে ধাক্কা দিতেই সিদ্ধি প্রায় ১০ ফুট দূরে ছিটকে পড়ে। এরপর প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি সিদ্ধিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যদেরও খবর দেন।

এই ঘটনায় তার নাক-মুখ দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছিল। ডান পা-ও ভেঙে মুচড়ে গিয়েছিল। এরপর পরিবারের সদস্যরা টিএল জায়সওয়াল হাসপাতালে ভর্তি করেন। কিন্তু রাতেরবেলা হাসপাতালেই মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে মালবাহী গাড়ির চালককে গ্রেফতার করে গাড়িটিকে বাজেয়াপ্ত করেছেন।  

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এলাকার বাসিন্দাদের অভিযোগ, ‘‘ট্র্যাফিক পুলিশ ঠিক মতো দায়িত্ব পালন না করায় লিলুয়ায় প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটছে।’’ হাওড়া সিটি পুলিশের এক জন পদস্থ কর্তা বলেন, ‘‘নো এন্ট্রি থাকা সত্ত্বেও গাড়ি চলাচল করছে কিভাবে সে ব্যাপারে খোঁজ নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’

উল্লেখ্য যে, সম্প্রতি লিলুয়ারই গোশালা রোডে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় একই ভাবে একটি বেপরোয়া লরির ধাক্কায় অষ্টম শ্রেণীর এক জন ছাত্রীর মৃত্যু হয়েছিল।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored