নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গতকাল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। কিন্তু পরীক্ষাই হয়নি তাও জলপাইগুড়ি জুড়ে অকৃতকার্য বেশ কিছু ছাত্র-ছাত্রী। তাই পরীক্ষা হয়নি কিন্তু আমাদের ফেল করানো হল কেন? এই দাবী তুলে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য ছাত্র-ছাত্রীরা জলপাইগুড়ির বিভিন্ন স্কুলে বিক্ষোভে সামিল হয়। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নাগুড়ির ভোটপট্টি স্কুল মোড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে। অকৃতকার্য ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফেল করায় কোথাও পথ অবরোধ আবার কোথাও বিদ্যালয়ে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। ময়নাগুড়ির ভোটপট্টি হনুমান বক্স লোহিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়ারা এই অবরোধ শুরু করে। এছাড়া শহরের কদমতলা বালিকা বিদ্যালয়, ময়নাগুড়ি পদমতি ইউনিয়ন রহিমুদ্দিন উচ্চ বিদ্যালয় সহ বেশ কিছু বিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়েছে।
ওই ছাত্র-ছাত্রীদের অভিযোগ, “উচ্চমাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ নম্বর না পাওয়ায় পথ অবরোধ চলছে।
এই বছর পরীক্ষাই হয়নি। ফলে তাদের কেন ফেল করানো হল? অবিলম্বে পাশ করাতে হবে”। এই দাবী তুলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করা হয়। এমনকি বিদ্যালয়ের গেটে তালা দিয়ে পথ অবরোধে সামিল হয়। এই ঘটনায় ছাত্র-ছাত্রীদের দাবীকে সমর্থন জানিয়ে অভিভাবকরা পাশে দাঁড়িয়েছে।
এর সাথে সাথে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা একজোট হয়ে রাজ্যের নদীয়া, উত্তর চব্বিশ পরগণা, হাওড়া, কলকাতা সহ বিভিন্ন জেলায় পাশের দাবীতে বিক্ষোভে ফেতে পড়েন।