ব্যুরো নিউজঃ ফিলিপিন্সঃ ৬.৯ মাত্রার ভূমিকম্পে গোটা ফিলিপিন্স কেঁপে উঠলো। ফিলিপিন্সের সেবু শহরে রীতিমতো ধ্বংসলীলা চললো। এই ধ্বংসলীলায় প্রায় ৩১ জনের মৃত্যু হয়েছে। আর একটি পাথরের গির্জা ধ্বংস হয়ে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। ইতিমধ্যেই সেবু প্রদেশের দানবান্তায়ান শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল সেবু প্রদেশের বোগো সিটি থেকে সতেরো কিলোমিটার উত্তর-পূর্বে ছিল।
ফিলিপিন্স বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশগুলির মধ্যে অন্যতম। এটি প্রশান্ত মহাসাগরের “রিং অফ ফায়ার”, একটি ভূমিকম্পের ফল্ট লাইনের মধ্যে অবস্থিত। তাই প্রতি বছর ভূকম্পনের পাশাপাশি টাইফুন ও ঘূর্ণিঝড়ও হয়ে থাকে। সূত্রের খবর, এই ভূকম্পনের জেরে কংক্রিটের রাস্তার মাঝে ফাটল পড়ে গিয়েছে। বড়ো আবাসনগুলিরও একই দশা। সেই সাথে অনেক দেওয়াল ভেঙে পড়েছে। বিশেষজ্ঞরা সুনামির আশঙ্কাও করছেন। তাই এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
আবার পালানোর সময় দেওয়াল চাপা পড়ে অনেকের মৃত্যু হয়েছে। ভূকম্পনের পর আফটারশকেও ক্ষতি হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছে সে দেশের ভূকম্পতাত্ত্বিক সংস্থা ফিলভোলস। অতএব, ক্ষয়-ক্ষতির বিষয়েও সতর্ক করা হয়েছে। আর সমুদ্রপৃষ্ঠের দ্রুত পরিবর্তন হতে পারে ও সমুদ্রের ঢেউ চরম আকার নিতে পারে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারী মাসে দেশে দু’টি বড়ো ভূকম্পন আঘাত হেনেছে। তবে তাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here