কোভিড বিধি না মানায় কড়া ব্যবস্থা পুলিশের
স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ গত কয়েকদিনে নদীয়ার বিভিন্ন প্রান্তে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। প্রশাসনের তরফে সংক্রমণ রুখতে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। রাস্তায় বেরোলেই মাস্ক পড়তেই হবে বলে প্রশাসনের পক্ষ থেকে বারে বারে এলাকায় মাইকিং করে মানুষজনকে সচেতন করা হয়েছে। কিন্তু কিছু মানুষ কিছুতেই সচেতন হচ্ছেন না বলেই অভিযোগ। এবার সেই সমস্ত মানুষদের জন্য প্রতিদিন কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে।
রবিবার, সোমবার, মঙ্গলবার পর পর তিন দিন চলার পর আজ বুধবারেও সকাল থেকে যারা মাস্ক না পরে বাইরে বেরিয়েছেন কৃষ্ণনগর থানার পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান চালালো। এদিন সকাল থেকে পুলিশ কৃষ্ণনগর চ্যালেঞ্জের মোড় থেকে বাস স্ট্যান্ড সহ রেলস্টেশন সংলঘ্ন এলাকায় অভিযান চালায়। মাস্কবিহীনদের লাঠিপেটা করা হয়। কাউকে কাউকে স্বাস্থ্যবিধি না মানায় কান ধরে উঠবসও পর্যন্ত করায় পুলিশ।
এরপর পুলিশের তরফ থেকে তাদেরকে মাস্ক বিতরণের পর বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তরফ থেকে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা রজু করা হয়েছে।