অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রাজ্য জুড়ে আবারও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সমুদ্র ও উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ঝড়বৃষ্টি হবে। বিশেষ করে সমুদ্র উপকূলের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আপাতত কয়েক দিন মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। আর ঘণ্টায় চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে। কিন্তু এদিন হুগলী, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতি ঘণ্টায় সত্তর কিলোমিটার অবধি পৌঁছে যেতে পারে। তবে বুধবার থেকে ঝড়-বৃষ্টি কিছুটা কমতে পারে। আর বৃষ্টির পূর্বাভাস থাকলেও ঝোড়ো হাওয়ার বেগ কমে আসবে।
বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে প্রতি ঘণ্টায় ত্রিশ কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার অবধি পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে প্রতি ঘণ্টায় চল্লিশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটার বেগে হাওয়া বইবে। ফলে সমুদ্র উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের ওই সময়ের মধ্যে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঝড়-বৃষ্টির কারণে আগামী কয়েক দিনে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে তিন ডিগ্রী সেলসিয়াস থেকে পাঁচ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। এরপরে আরো চার দিন তাপমাত্রা একই থাকবে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রী সেলসিয়াস ছিল। যা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রী বেশী ছিল। আর গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রী সেলসিয়াস ছিল। এটি স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রী সেলসিয়াস কম।
পাশাপাশি গত কয়েক দিন ধরে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। অতিরিক্ত বৃষ্টিতে ধস নেমে উত্তর সিকিমের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। যদিও এখানে বৃষ্টি কিছুটা হলেও কমবে। মঙ্গলবার পর্যন্ত কালিম্পং, দার্জিলিং সহ উত্তরের জেলাগুলিতে সতর্কতা জারি রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঘণ্টায় ত্রিশ কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার হাওয়ার বেগ থাকতে পারে।