চয়ন রায়ঃ কলকাতাঃ শিক্ষক দুর্নীতির কথা কার্যত মেনে নিয়ে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, ‘‘নির্দিষ্ট আইন মেনে ২০১৬ সালের নবম-দশমের নিযুক্ত শিক্ষকদের তালিকা থেকে অযোগ্য ৮০০ এরও অধিক শিক্ষকের বিরুদ্ধে পর্যায়ক্রমে পদক্ষেপ গ্রহণ করা হবে। আগামী সপ্তাহেই এই সংক্রান্ত নোটিশ জারি হবে।’’
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৬ সালে এসএসসির নবম-দশম শ্রেণীর চাকুরীপ্রার্থীদের তালিকায় মোট ৯৫২ জনের নাম ছিল। সেই তালিকায় বহু লোকের ক্ষেত্রে সার্ভার ও ওএমআর শিটে প্রাপ্ত নম্বরের ব্যাপক পার্থক্য ধরা পড়েছে। কারোর কারোর নম্বরের পার্থক্য ৫৩।
Sponsored Ads
Display Your Ads Here
কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু সেই তালিকা দেখে এসএসসিকে প্রশ্ন করেছিলেন যে, এদের বিরুদ্ধে এসএসসি কি পদক্ষেপ গ্রহণ করার কথা ভাবছে? আজ এসএসসির তরফ থেকে সেই ব্যবস্থা নেওয়ার কথাই জানানো হয়েছে। এর মাধ্যমে দুর্নীতি যে হয়েছিল, তাও মেনে নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, এসএসসি কমিশনের আইনের ১৭ নম্বর ধারা প্রয়োগ করে নিয়োগপত্র বাতিল ঘোষণা করা হবে। এসএসসি হলফনামা দিয়ে আদালতকে জানিয়েছে যে, আগামী সপ্তাহ থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পর্যায়ক্রমে ৮০০ জনেরও অধিক শিক্ষকের চাকরী বাতিল করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here