মিঠু রায়ঃ কলকাতাঃ করোনা সংক্রমণ এড়াতে গোটা দেশ তথা রাজ্য জুড়ে ভ্যাক্সিনেশন পর্ব শুরু হয়ে গিয়েছিল। আগে করোনা ভ্যাক্সিন রূপে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড প্রদান করা হতো। আর এবার তৃতীয় ভ্যাক্সিন হিসেবে রাশিয়ান ভ্যাক্সিন ‘স্পুটনিক ভি’ প্রদান করা হবে।
আগামী সোমবার থেকে কলকাতার অ্যাপোলো হাসপাতাল থেকে ‘স্পুটনিক ভি’ পাওয়া যাবে। ‘স্পুটনিক ভি’ এর একটি ডোজের দাম করা হয়েছে ১ হাজার ২৫০ টাকা। আর দুটি ডোজের দাম হবে ২ হাজার ৫০০ টাকা।
‘স্পুটনিক ভি’ এর প্রথম ডোজের পর ২১ দিনের ব্যবধানে দ্বিতীয় ডোজ নিতে হবে। এই মুহূর্তে ‘স্পুটনিক ভি’ এর ওয়ান ডোজের ভ্যাক্সিন এখনো আসেনি দুটি ডোজ নিতে হবে। এছাড়া কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের ন্যায় ‘স্পুটনিক ভি’ নিতে গেলেও সরকারী ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে ও ভ্যাক্সিন স্লট বুক করতে হবে।
এর পাশাপাশি বুক মাই শো অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজেই ভ্যাক্সিনের নেওয়ার সময় সংরক্ষণ করা যাবে। যদিও এই ওয়েবসাইটের মাধ্যমে ভ্যাক্সিন বুকিং করতে গেলে আগে কো উইন অ্যাপে নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক। এর সাথে সাথে এখানেও ভ্যাক্সিন বুকিং করার জন্য ব্যক্তির নাম, ফোন নম্বর এবং আধার নম্বর দিতে হবে।
এখনো অবধি রাশিয়া মোট ৫৯টি দেশকে ‘স্পুটনিক ভি’ ব্যবহার করার অনুমতি দিয়েছে।