চয়ন রায়ঃ কলকাতাঃ পূর্বভারতের অন্যতম বৃহত্তম মল সাউথ সিটি মল। যা যাদবপুরের প্রিন্স আনোয়ার শাহ রোডে অবস্থিত। সাউথ সিটি হলো কলকাতা-ভিত্তিক রিয়েল এস্টেট জায়ান্ট, সুরেকা গ্রুপের প্রধান প্রদীপ সুরেকার নেতৃত্বে শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট খেলোয়াড়দের একটি কনসোর্টিয়াম। সাউথ সিটির অন্যান্য মালিকদের মধ্যে রয়েছে ইমামি রিয়েল্টি সহ অন্যান্য বিনিয়োগকারীরা। সাউথ সিটি মল প্রায় ১২.৫ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে রয়েছে। ব্যবসার জন্য প্রায় ৬.৫ লক্ষ বর্গফুট জায়গা রয়েছে। বছরে প্রায় ১ হাজার ৮০০ কোটির লেনদেন হয়।
এই মলের মধ্যে দেশীয় ও আন্তর্জাতিক নানা ব্র্যান্ড আছে। যেমন জারা, সেফোরা, মার্কস অ্যান্ড স্পেনসারের মতো বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে। এছাড়া ফুড কোর্ট, গেমিং এরিনা এবং মুভি থিয়েটারও রয়েছে। কিন্তু এবার এই সুবিখ্য়াত বিরাট সাউথ সিটি মল মার্কিন বিনিয়োগকারী সংস্থা ব্ল্য়াকস্টোনের হাতে হস্তান্তর হতে পারে। সূত্রের খবর, সব মিলিয়ে সাউথ সিটি মলের দাম ৪০০ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা উঠছে। শ্রীলঙ্কাতে সাউথ সিটির একটা প্রকল্পও এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here
তবে এখনো কেনার ব্যাপারে কোনো আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়নি। কিন্তু গত কয়েক মাস ধরেই এনিয়ে কথাবার্তা চলছে। আর ব্ল্যাকস্টোনও কলকাতার মার্কেটে প্রবেশ করার ক্ষেত্রে অত্যন্ত আগ্রহী। বিশ্ববিদ্যালয়, অফিস স্পেস এবং হোটেল মার্কেটের পাশাপাশি রিটেল মল বিনিয়োগের মাধ্যমে ব্ল্যাকস্টোন ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য প্রস্তুত। উল্লেখ্য, ১৯৮৫ সালে ব্ল্যাকস্টোন তৈরী হয়েছিল। পিটার জি পিটারসন ও স্টিফেন ও স্কাওয়ার্জম্যান ফার্মগুলিকে একীভূত করে এই ব্ল্যাকস্টোনের রূপ দেন।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে, ২০০৮ সালে সাউথ সিটি মলের পথচলা শুরু হয়েছিল। এই মলটি ২০১৬ সালের এপ্রিল মাস থেকে ২০১৮ সালের জানুয়ারী মাস অবধি সাময়িক ভাবে বন্ধ ছিল। সপ্তাহের অন্যান্য দিন এই মলে প্রায় ত্রিশ হাজার থেকে চল্লিশ মানুষ আসেন। আর সপ্তাহান্তে ৭৫ হাজার থেকে দেড় লক্ষ মানুষ আসেন। অর্থাৎ মাসে অন্তত ষোলো লক্ষ মানুষ আসেন। সেই মলই এবার ব্ল্যাকস্টোনের মতো সংস্থা অধিগ্রহণ করতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here