চয়ন রায়ঃ কলকাতাঃ আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় পাঁচটি জেলায় সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। তবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নতুন করে সমুদ্রও উত্তাল হবে বলে জানানো হয়েছে। তাই মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার এবং মঙ্গলবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি হতে পারে। এছাড়া, শনিবার বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here
আর মঙ্গলবার জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত, গতকাল রাতেরবেলা উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরী হয়েছে। ক্রমে তা উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগোবে। নিম্নচাপ ঘনীভূত হবে। নিম্নচাপ তৈরীর পর তা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে, পশ্চিমবঙ্গের উপকূলে পৌঁছে যাবে। ফলে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এর জেরে রবিবার থেকে মঙ্গলবার অবধি সমুদ্র উত্তাল থাকতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here
ওই সময়ে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর ঘণ্টায় চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। পাশাপাশি রাজ্য সংলগ্ন উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড ও উত্তর ছত্রিশগঢ়েও এর প্রভাব পড়বে। এই জন্য পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের কাছে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা গিয়েছেন, তাদের আগামীকাল সকালবেলার মধ্যে ফিরতে বলা হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিনে কলকাতার তাপমাত্রা বেড়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রী সেলসিয়াস বেশী।
Sponsored Ads
Display Your Ads Here