নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ পাঁচ বছর পরে এবারও লোকসভা ভোটের আগে চার্জশিটে উঠে এলো কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার নাম। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) স্বামী রবার্ট বঢরাকে বেআইনী আর্থিক লেনদেন ও বেনামী সম্পত্তি কেনার অভিযোগে ছ’ঘণ্টা ধরে জেরা করেছিল।
ইডি সূত্রের খবর, ২০০৯ সালে রবার্ট বঢরা অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারীর সাথে লন্ডনের একটি অভিজাত এলাকায় একটি বেনামী সম্পত্তি কিনেছিলেন। এমনকি এক বছরের মাথাতে ওই বাড়িটি বিক্রিও করে দেওয়া হয়। এই মামলাতেই চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার নাম উল্লেখ রয়েছে। তবে চার্জশিটে তাঁকে অভিযুক্ত করা হয়নি।
প্রসঙ্গত, গত লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকার লন্ডনের ওই বাড়ি নিয়ে রবার্ট বঢরা ও তাঁর সচিবের কিছু ইমেলের আদান-প্রদানের তথ্য প্রকাশ করেছিল। যেখানে বাড়িটি মেরামতির জন্য টাকা-পয়সা দেওয়া নিয়ে দু’পক্ষের কথা হয়েছে। এই মামলায় ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে রবার্ট বঢরাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
মঙ্গলবার ইডির তরফে ব্রিটেনে বসবাসকারী ভারতীয় ব্যবসায়ী সিসি ওরফে চেরুভাতুর চাকুট্টি থাম্পি এবং সুমিত চড্ডাকে বেনামে সম্পত্তি কেনাবেচার মামলায় অভিযুক্ত করে একটি চার্জশিট পেশ হয়। প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ও রবার্ট বঢরা হরিয়ানায় তাদের একটি জমি থাম্পিকে বিক্রি করেছিলেন বলেও চার্জশিটে জানানো হয়েছে।