নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ মাকে খুন করার অভিযোগে ভাইকে পুলিশের হাতে গ্রেফতার করালেন দিদি। জলপাইগুড়ির ডুয়ার্সের তেলিপাড়া চা বাগান এলাকার এই ঘটনায় সমগ্র এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতা ৬২ বছর বয়সী বাবলি ওঁরাও।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবলি দেবীর মেয়ের বিয়ে পাশেই হওয়ায় নিত্যদিন সকালবেলা মা মেয়ের বাড়িতে চা খেতে যেতেন। কিন্তু আজ সকালবেলা মা না আসায় মেয়ে ঘরে এসে দেখেন, মায়ের নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। সমগ্র ঘর রক্তে ভেসে যাচ্ছে। আর পাশেই ভাই বসে রয়েছেন। এই দেখে তিনি চিৎকার করে ওঠেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন আর সমগ্র বিষয়টি প্রত্যক্ষ করেন। এরপর বানারহাট থানার পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে ছেলে উত্তম ওরাওকে গ্রেফতার করেছেন। তারপর পুলিশ মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।
পুলিশের প্রাথমিক অনুমান, গতকাল রাতেরবেলা টাকা নিয়ে বচসার সময় উত্তম মাকে খুন করেন। এছাড়া খুনের পর ওই ঘরেই সে মায়ের দেহের পাশে রাত কাটান। সম্প্রতি ২০ হাজার টাকা নিয়েও মা-ছেলের মধ্যে বচসাও হয়েছিল। কিন্তু উত্তমকে জিজ্ঞাসাবাদ করা হলেও কিছুই বলতে চায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ভাবে জানা যাবে।