চয়ন রায়ঃ কলকাতাঃ আজ সকালে মৌলালিতে হাওড়া থেকে মুকুন্দপুরগামী ২৪এ/১ রুটের একটি চলন্ত বাসে আচমকা গেট ভেঙে যাত্রীরা ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে গেলেন। এর জেরে বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়।
এরপর প্রত্যক্ষদর্শীরা দৌড়ে এসে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করেন। তারপর আহতদের অনেককেই প্রাথমিক চিকিৎসার জন্য এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসটির চালক ও সহকারীকে আটক করে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, ২৪এ/১ রুটে চলা বাসগুলি সাধারণত অন্য বাসগুলির তুলনায় আকারে বড়ো হয়। প্রাথমিক ভাবে জানা গেছে, বাসটির পিছন দিকের বড়ো দরজাটি খোলা থাকলেও সামনের দরজাটি বন্ধ ছিল। আর অফিস টাইমে বাসটিতে ভিড়ও ছিল। সেই সময়েই এই দুর্ঘটনাটি ঘটে যায়। ভিড় কম হলে বিপদ এড়ানো যেত বলে অনেকে মনে করেন। তবে সামনের দরজাটি আকারে ছোটো হওয়ায় আরো বড়ো বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে যাত্রীদের একাংশ মনে করছেন।