নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ নন্দগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ভয়াবহ পরিস্থিতি। টানা বৃষ্টিতে চারদিকে জল থইথই অবস্থা। বিদ্যালয়ের ক্লাসরুম, বারান্দা সহ বিদ্যালয়ে প্রবেশের রাস্তাও একেবারে জলমগ্ন। আর ওই জলের মধ্যেই বিষধর সাপ হেঁটে চলে বেড়াচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিষয়টি উপর তলায় জানানো হলে কাজ করার আশ্বাস দিলেও কোনো কাজ হয়নি। এই ঘটনার প্রতিবাদে আজ বর্ধমানের কালনা কাটোয়া এসটিকেকে রোডের উপর পড়ুয়া সমেত তাদের অভিভাবকেরা পথ অবরোধে সামিল হলেন।
পড়ুয়া ও অভিভাবকদের সাথে বিদ্যালয়ের শিক্ষকরাও ক্ষোভে ফেটে পড়েন। এমনকি প্রধান শিক্ষকও প্রতিবাদে সামিল হলেন। অভিভাবকদের অভিযোগ, “বিদ্যালয়ে প্রায় সত্তর থেকে আশি জন পড়ুয়া রয়েছে। এরইমধ্যে জল ঢুকে রয়েছে। ভিতরে মশার উৎপাত। জমা জলের দুর্গন্ধ। জল নামতে দু’-তিন দিন সময় লাগে। গতকাল জলে সাপও দেখা গিয়েছে। এমনকি বিদ্যালয়ের দেওয়ালেও ফাটল এবং টালির চাল ভাঙা। যেকোনো মুহূর্তে বড়ো বিপদ ঘটতে পারে।” অর্থাৎ বিদ্যালয়ের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন।
অতএব এই সব সমস্যার সমাধানের জন্য এদিন পথ অবরোধ চলছে। এদিকে, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসলে অভিভাবকদের পুলিশের সাথে তুমুল বচসা শুরু হয়। আর পথ অবরোধও ওঠেনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার সাহা এই প্রসঙ্গে জানান, “বিষয়টি বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। কোনো ফল হয়নি। আমরা স্থায়ী সমস্যার সমাধান চাইছি।”
Sponsored Ads
Display Your Ads Here