নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ নন্দগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ভয়াবহ পরিস্থিতি। টানা বৃষ্টিতে চারদিকে জল থইথই অবস্থা। স্কুলের ক্লাসরুম, বারান্দা এবং স্কুল ঢোকার রাস্তাতেও জমে জল! আর সেই জলের মধ্যেই হেঁটে চলে বেড়াচ্ছে বিষধর সাপ। স্কুল কর্তৃপক্ষ বলছে বিষয়টি উপর তলায় জানান হয়েছে কিন্তু কোনও কাজ হয়নি। এ ঘটনার প্রতিবাদে শনিবার কালনা কাটোয়া STKK রোডের উপর স্কুলের পড়ুয়া ও তাঁদের অভিভাবকেরা পথ অবরোধে সামিল হলেন।
ক্ষোভে ফেটে পড়লেন স্কুলের শিক্ষকরাও। প্রতিবাদে সামিল হলেন তাঁরাও। অভিভাবকদের অভিযোগ, স্কুলে জল ঢুকে রয়েছে, জল নামতে দু’ থেকে তিনদিন সময় লাগে। শুক্রবার তো সেই জলে সাপও দেখা গিয়েছে। স্কুলের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। অভিভাবকরা বলছেন, স্কুলের দেওয়ালেও ফাটল, টালির চাল ভাঙা। যে কোন মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে। ক্ষোভের সুরেই একজন বললেন, এই সব সমস্যার সমাধান চাই। তাই পথ অবরোধ করেছি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল আসে পুলিশও। পুলিশের সঙ্গেও অভিভাবকদের ব্যাপক বচসা হয়। কিন্তু পথ অবরোধ থেকে সরেনি প্রতিবাদীরা। এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক গৌতম কুমার সাহা বলেন, “বিষয়টি আমরা বিভিন্ন দফতরে জানিয়েছি। কোনও ফল হয়নি। আমরা স্থায়ী সমস্যার সমাধান চাইছি।” সাপও যে দেখা গিয়েছে তা মানছেন তিনি। অন্যদিকে এক অভিভাবক বলছেন, “ক্লাসের ভিতরেও জল ঢুকে গিয়েছে। সাপ ঘুরছে। বাচ্চারা বসতে পারছে। ভিতরে জমা জলের দুর্গন্ধ। মশার উৎপাত। স্কুলে প্রায় ৭০-৮০ জন পড়ুয়া রয়েছে। উপর মহলের সবাই জানেন। রোজ বলছে আজ হবে, কাজ হবে। কিন্তু কাজ হয়নি।”
Sponsored Ads
Display Your Ads Here