চয়ন রায়ঃ আয়কর দপ্তরের নিয়ম অনুযায়ী আধার কার্ডের সাথে প্যান কার্ড যুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। তবে এবার কোথাও না গিয়ে নিজেই বাড়িতে বসে খুব সহজে SMS এর মাধ্যমে এই কাজ করা সম্ভব।
শুধু আপনাকে ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে SMS পাঠাতে হবে। আর তার সাথে লিখতে হবে UIDPAN তারপর একটা স্পেস দিয়ে আপনার আধার কার্ডের নম্বর লিখে আবার প্যান কার্ডের নম্বর দিতে হবে। তবেই এই পদ্ধতিতে কাজটি সম্পন্ন হবে।
আপনার নাম ও জন্ম তারিখ দুটি কার্ডে একই থাকলে তবেই এই পদ্ধতিতে আধার এবং প্যান কার্ড একসাথে যুক্ত হবে আর যদি দুটি কার্ডে নাম ও জন্ম তারিখ আলাদা থাকে তবে সেক্ষেত্রে আধার এবং প্যান কার্ড একসাথে যুক্ত করা সম্ভব হবে না।
Sponsored Ads
Display Your Ads Here