নিজস্ব সংবাদদাতাঃ বারাণসীঃ কঠোর নিরাপত্তার পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে তাঁর গাড়ির উপরে হাওয়াই চপ্পল উড়ে এসেছে। এই ঘটনায় নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
সূত্রের খবর, তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর প্রথম বার মঙ্গলবার নরেন্দ্র মোদী সরকারী কর্মসূচীতে বারাণসী গিয়েছিলেন। কিন্তু নরেন্দ্র মোদীর কনভয় বারাণসীর দশাশ্বমেধ ঘাটের দিক থেকে কেভি মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার সময় তাঁর বুলেট প্রতিরোধী গাড়ির বনেটের উপর একটি জিনিস উড়ে এসে পড়তেই এক জন নিরাপত্তা আধিকারিক দ্রুত সেই বস্তুটি সরিয়ে দিচ্ছেন। আর এই ঘটনাটির ভিডিয়ো দ্রুত ভাইরাল হয়। নেটিজেন ও স্থানীয়দের একাংশের মতে, ‘‘ওই উড়ন্ত বস্তুটি হাওয়াই চপ্পল।’’
Sponsored Ads
Display Your Ads Here
তবে উত্তরপ্রদেশ পুলিশের এক জন কর্তা জানান, ‘‘ওটি একটি মোবাইল ছিল। এই ঘটনার নেপথ্যে কোনো উদ্দেশ্য ছিল না।’’ তবে বস্তুটি যাই হোক, এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট খামতি ধরা পড়েছে। এদিন ঘটনার দিন রাত থেকেই স্থানীয় কংগ্রেস নেতারা ভাইরাল হওয়া ভিডিয়োটি নিজেদের এক্স হ্যান্ডলে শেয়ার করে লেখেন, ‘‘ওটি হাওয়াই চপ্পল। জনরোষেই এমন ঘটনা ঘটেছে।’’ কিন্তু ‘মোদী-মোদী’ শ্লোগান দিতে থাকা উৎসাহী জনতার ভিড়ে এই ধরণের ঘটনা ঘটেছে কিভাবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যদিও স্থানীয় প্রশাসন বা প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি অবশ্য আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে কিছু জানায়নি।
Sponsored Ads
Display Your Ads Here