নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ তৃণমূলেরই দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে কোচবিহারের সিতাই বিধানসভার গীতালদহের নারায়ণগঞ্জে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি এক তৃণমূল কর্মী পেটে ও পায়ে গুলিবিদ্ধ হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকেই দলের সভাপতির রদবদলকে কেন্দ্র করে দলের মধ্যে চাপানউতর চলছিল। ফলে এলাকার প্রাক্তন জেলা সভাপতি প্রাথপ্রতিম রায়ের সাথে সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া গোষ্ঠীর সংঘাত বরাবরই ছিল।
এদিন গীতালদহের তৃণমূল নেতা আবু তাহের আজাদের সাথে অন্য গোষ্ঠীর বিবাদ সৃষ্টি হলে প্রথমে তির-ধনুকের লড়াই শুরু হয়। এরপর গুলি চললে তাতেই আব্দুল জলিল মিয়া নামে একজন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
তারপরই তড়িঘড়ি গুরুতর আহত অবস্থায় জলিল মিয়াকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতির জন্য সেখান থেকে কোচবিহার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এদিকে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করলে এই প্রসঙ্গে বিজেপি নেতা সুদেব কর্মকার জানিয়েছেন যে, “বিজেপির বিরুদ্ধে এনিয়ে অভিযোগ উঠছে। এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। বিধানসভা ভোটের পর থেকেই ওদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল যার জেরেই আজ গুলি চলেছে”।