নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ একটানা কয়েকদিনের বৃষ্টিতে মধ্যপ্রদেশ জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরই মধ্যে মধ্যপ্রদেশের অশোকনগরের পঞ্চবলি গ্রামে এতদিনের টানা বৃষ্টির জেরে সেখানকার সিন্ধ নদীতে জল বেড়ে যায়। আর জল কমতেই নদীর পাড়ে রুপোর কয়েন উঠে এসেছে। যা রীতিমতো চমকপ্রদ ঘটনা।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, রুপো পাওয়ার খবর পেতেই গ্রামবাসীরা ছুটে আসেন। সব মিলিয়ে প্রায় সাত থেকে আটটি রুপোর কয়েন পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে বন্যার জলে এই রুপোর কয়েনগুলি ভেসে এসে নদীতে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই বিষয়ে বেশ কয়েকজন গ্রামবাসী বলেন, “হয়তো কোনো ব্যক্তি মানত করে এই কয়েনগুলি নদীতে ফেলেছে। আর সেইগুলি বন্যার কারণে নদীর পাড়ে উঠে এসেছিল”।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া জানা গেছে, এই রুপোর কয়েনগুলিতে ইংরেজিতে অনেক কিছু লেখা আছে। স্থানীয় প্রশাসন এই বিষয়ে খবর পাওয়ার পর জানালেন যে এই বিষয়টি তারা আগে শোনেনি। যদিও এই বিষয়টি সম্পর্কে জানার পর পুলিশের তরফ থেকে ভালোভাবে তদন্ত শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here