নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ আজ সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। এই ঘটনায় পুলিশ মিনাক্ষী মুখোপাধ্যায় সহ কয়েক জন ডিওয়াইএফআই সদস্যকে গ্রেফতার করেছেন।
এদিন ডিওয়াইএফআই শূন্যপদে স্থায়ী নিয়োগ, স্থায়ী নতুন পদ তৈরীর দাবী সহ আর্থিক দুর্নীতি ও বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল। কর্মসূচীর শুরুতে মহানন্দা সেতুতে জমায়েত শুরু করেন। এরপর মহানন্দা সেতু সংলগ্ন মোহনবাগান অ্যাভিনিউয়ে দার্জিলিং, জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলার কর্মীরা জমায়েত করেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তারপর বিক্ষোভকারীরা মিছিল করে তিনবাত্তি মোড়ে পৌঁছাতেই পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। এমনকি পুলিশ ওই মিছিলে লাঠিচার্জ করলে পাল্টা ডিওয়াইএফআই সদস্যরা পুলিশকে ইট ছোঁড়েন। এরপর পুলিশ মিছিল লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুঁড়তেই ডিওয়াইএফআইয়ের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
পুলিশ মিছিল আটকাতে ব্যারিকেড এবং জলকামানের ব্যবস্থা করেছিলেন। তারপর আবারও পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ ওঠে। এতে বেশ কয়েক জন পুলিশকর্মী ইটের আঘাতে আহতও হয়েছেন। কিন্তু কিছুক্ষণ পর মিনাক্ষী সহ বেশ কয়েক জন ডিওয়াইএফআই কর্মীকে গ্রেফতার করা হয়।