নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ ‘খলিস্তানি’ প্রসঙ্গ নিয়ে আজও পশ্চিম বর্ধমানে উত্তপ্ত হয়ে উঠেছে। শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা আসানসোলে বিজেপির জেলা দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। যাঁরা আইপিএস অফিসারকে ‘খলিস্তানি’ বলেছেন, তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
যেদিন কলকাতার শিখ সমাজের প্রতিনিধিরা রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে দোষী বিজেপি নেতাদের গ্রেফতারীর দাবী জানালেন, সেদিনই শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা আসানসোলে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে ধাদকায় বিজেপির জেলা পার্টি অফিসে বিক্ষোভ দেখালেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও শ্লোগান তোলেন। তাঁদের অভিযোগ, ‘‘বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতারা সন্দেশখালি যাওয়ার সময় বাধা পেয়ে এক জন শিখ পুলিশ অফিসারকে খলিস্তানি বলেছেন। যা অত্যন্ত ঘৃণ্য কাজ।
Sponsored Ads
Display Your Ads Here
তাই বিজেপিকে দলীয় বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিজেপি নেতৃত্বকেও বিনা শর্তে ক্ষমা চাইতে হবে।’’ আর দাবী পূরণ না হলে আগামী দিনে গোটা রাজ্যের শিখ সম্প্রদায় বৃহত্তর আন্দোলনের পথে যাবে। কমিটির তরফে সুরেন্দ্র সিংহ জানান, ‘‘বিভিন্ন থানায় অভিযোগ জানানো হচ্ছে। পুলিশ যেন তদন্ত করে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করে।’’ একই দিনে রাজভবনে শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে রাজ্যপালকে স্মারকলিপি জমা দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
মুখপাত্র গুরমিত সিংহ বলেন, ‘‘আমাদের পাগড়ির অপমান করা হয়েছে। আমরা রাজ্যপালকে তা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছিলাম। রাজ্যপাল আমাদের আশ্বস্ত করেছেন যে, তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে বলবেন। আমি সকল রাজ্যবাসীকে আমাদের ধর্নায় যোগ দিতে আহ্বান করছি। আজ এটা আমাদের সাথে হয়েছে, কাল একই জিনিস আপনার সাথেও হবে।’’ এরপর রাজভবন থেকে বেরিয়ে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা বিজেপির সাবেক রাজ্য দপ্তর মুরলীধর সেন লেনের দিকে রওনা দেন। সেখানে দিনরাত শিখ সম্প্রদায়ের বহু মানুষ ধর্না দিচ্ছেন।
Sponsored Ads
Display Your Ads Here