ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ সারা বিশ্বে ‘পাঠান ঝড়’ আঁছড়ে পড়েছে। গত ২৫ শে জানুয়ারী সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত ‘পাঠান’ মুক্তি পেয়েছে। অন্য ভারতীয় ছবির মতোই ‘পাঠান’ পাকিস্তানে মুক্তির ছাড়পত্র পায়নি। কিন্তু ‘সিন্ধ বোর্ড অফ ফিল্ম সেন্সরসের’ তরফে সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে বেআইনী ভাবে প্রেক্ষাগৃহে ছবির প্রদর্শন শুরু হয়েছে।
প্রেক্ষাগৃহও হাউসফুল হয়েছে। কিন্তু এবার পাকিস্তানের সেন্সর বোর্ড দেশে ‘পাঠান’ এর বেআইনী প্রদর্শন বন্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। এবার পাকিস্তান সরকার ‘পাঠান’ এর প্রদর্শন বন্ধ করে দিয়েছে। করাচির ডিফেন্স হাউজিং অথোরিটিতে এই ছবির প্রদর্শন চলছিল। টিকিটের মূল্য পাকিস্তানি মুদ্রায় ৯০০ টাকা ধার্য করা হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Hereপাকিস্তানের সেন্সর বোর্ডের তরফে জানানো হয়েছে, বোর্ডের ছাড়পত্র না পেলে ব্যক্তিগত পরিসরে কোনো ছবির প্রদর্শন বেআইনী। এর অমান্য হলে তিন বছরের কারাদণ্ড বা ১ লক্ষ টাকা (পাকিস্তানি মুদ্রায়) অবধি জরিমানা হতে পারে। ফলে ‘ফায়ারওয়ার্কস ইভেন্টস’ নামে একটি সংস্থা ‘পাঠান’ এর প্রদর্শনের আয়োজন করেছিল।
Sponsored Ads
Display Your Ads Hereতবে সেন্সর বোর্ডের তরফ থেকে নোটিশ পাওয়ার পর তারা ‘পাঠান’ এর প্রদর্শন বন্ধ করেছে। যদিও ভারত সহ সারা বিশ্ব জুড়ে এই ছবিটি মোট ৮৩২ কোটি টাকার ব্যবসা করেছে। আর এর মধ্যে ভারতে ৪১৪ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে। যা এক অনন্য নজির সৃষ্টি করে চলেছে।