নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল রাতেরবেলা আবারও হাওড়ার দাশনগর থানার অন্তর্গত ইচ্ছাপুর শিয়ালডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় সমগ্র এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, দেশকুমার দে নামের ওই ব্যবসায়ীকে বাইকে চেপে আসা তিন জন দুষ্কৃতী গুলি চালানোর সময় অল্পের জন্য গুলি লক্ষ্য ভ্রষ্ট হলে দেশকুমারবাবু ছুটে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা প্রাণ। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে।
ইতিমধ্যে দাসনগর থানার পুলিশ ও সিটি পুলিশের তদন্তকারীরা তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছেন। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য জানতে পেরেছে।