মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ রাজ্যে করোনা উদ্বেগ অনেকটা কমলেও উত্তর চব্বিশ পরগণার দক্ষিণ দমদম পুরসভা অঞ্চলে করোনা সংক্রমণ ব্যাপক মাত্রায় বেড়ে চলেছে। আর তাই আগামী ১ লা জুলাই থেকে সপ্তাহে তিন দিন অর্থাৎ সোম, বুধ ও শুক্রবার করে দুধ-ওষুধ ছাড়া বাজার এবং অন্যান্য দোকানপাট সমস্ত কিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে পুরচেয়ারম্যান পাঁচু রায় বলেছেন, “আগামী ১৪ ই জুলাই অবধি এই নিয়ম কার্যকর থাকবে। কিন্তু বাকি চারদিন দুপুর ২ টো পর্যন্ত বাজার-দোকানপাট খোলা থাকবে। যদিও এখন সেখানে কনটেইনমেন্ট জোন নেই তবুও করোনা সংক্রমণ যাতে প্রচুর পরিমাণে ছড়িয়ে না পড়ে তাই প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।
Sponsored Ads
Display Your Ads Here
অপরদিকে বিধাননগর পুর এলাকার তিনজন করোনা আক্রান্তের সন্ধান পাওয়ামাত্র এলাকা কনটেইনমেন্ট জোন করে দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের তরফ থেকে মাইক্রো কনটেনমেন্ট জোনগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে। এই মুহূর্তে বিধাননগর পুরনিগমের কনটেইনমেন্ট জোনের সংখ্যা মোট ১১ টি।
Sponsored Ads
Display Your Ads Here