নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ বর্ধমানের পূর্বস্থলী থানার পাটুলির এলাকায় গঙ্গার ধারে শিবলিঙ্গ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয়সূত্রে জানা যায়, পূর্বস্থলীর পাটুলির মহাজনপটি এলাকায় এলাকার একজন ব্যবসায়ী রবি বর্ধন গঙ্গার ধারে গিয়েছিলেন। তিনিই প্রথম শিবলিঙ্গটিকে গঙ্গার ধারে উল্টানো অবস্থায় দেখতে পান। মাথার দিকটা গঙ্গার জল ছুঁয়ে ছিল। আর সারা অংশ কর্দমাক্ত অবস্থায় ছিল।
এমন অবস্থায় শিবলিঙ্গ পড়ে থাকতে দেখে তিনি নিজেই এলাকাবাসীকে খবর দেন। এই খবর পেয়েই এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে চলে আসেন। অল্প সময়ের মধ্যেই সেখানে কৌতূহলীদের ভিড় জমে যায়। এলাকাবাসীদের উদ্যোগেই শিবলিঙ্গটি তুলে আনা হয়।
Sponsored Ads
Display Your Ads Hereএরপর চারপাশে লেগে থাকা কাদা ধুয়ে পরিষ্কার করা হয়। ধোয়ার পর শিবলিঙ্গটির কিছুটা অংশ ভাঙ্গা অবস্থায় দেখা যায়। যদিও এলাকাবাসীরা শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করার চিন্তা-ভাবনা করেন। আর যেমনি ভাবা তেমনি কাজ। শিবলিঙ্গটি প্রতিষ্ঠার প্রস্তুতি আরম্ভ হয়ে যায়। শিবলিঙ্গটি কাছেই অবস্থিত একটি কালী ঠাকুরের বেদীতে প্রতিষ্ঠিত করা হয়।
তারপর সেখানে ভক্তিভরে পুজো-অর্চনা শুরু হয়। যেখানে কেউ দুধ ঢালছেন, কেউ মালা দিচ্ছেন, কেউ আবার প্রসাদও নিবেদন করছেন।
Sponsored Ads
Display Your Ads Hereকিন্তু গঙ্গার ধারে এই শিবলিঙ্গে কিভাবে এলো সেই বিষয়ে এখনো এলাকাবাসীদের কোনো ধারণা নেই। তবে এর আগেও পূর্বস্থলী এলাকায় কিছু দেব-দেবীর মূর্তি পাওয়া গিয়েছে।