বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত প্রৌঢ়া
দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার কোতুলপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো ১ প্রৌঢ়ার। আর আহত হন ১ জন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়।
জানা গেছে, বালি বোঝাই একটি ট্রাকের সাথে একটি মোটরবাইকের সংঘর্ষে ৫০ ঊর্ধ্ব একজন মহিলা প্রাণ হারান। বুধবার এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত মথুরাটোপর জাতীয় সড়কের উপর।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত প্রৌঢ়ার নাম অষ্টমী মূর্মু। বয়স আনুমানিক ৫২ বছর। মৃত এই মহিলা একটি বাইকে চেপে মথুরাপুরের দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই যাওয়ার পথে বালি বোঝাই একটি লরির সাথে সংঘর্ষ ঘটে। যার ফলে ঘটনাস্থলেই অষ্টমী মূর্মু নামে মহিলার মৃত্যু হয়।
দুর্ঘটনা ঘটার কিছুক্ষনের মধ্যেই কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তড়িঘড়ি পুলিশ মৃতদেহটিকে গোগড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। ঘটনার তদন্তে নেমেছে কোতুলপুর থানার পুলিশ। কিন্তু ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা বালির গাড়ি আটকে রাখে ও পুলিশের সাথে বচসা শুরু করে। যদিও পরে পুলিশী হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।