রায়া দাসঃ কলকাতাঃ শহরে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘বহুরূপী’ ছবির শুটিং চলছে। ছবিতে মুখ্য চরিত্রে আবীর চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী অভিনয় করছেন। আর গুরুত্বপূর্ণ চরিত্রে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় স্বয়ং অভিনয় করছেন। আজ শুটিং চলাকালীন শিবপ্রসাদ মুখোপাধ্যায় কোমরে গুরুতর আঘাত পেয়েছেন। ইতিমধ্যে তাঁকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইন্টার্নাল কোনো ক্ষত হয়েছে কিনা তা জানার জন্য চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করছেন।
বিগত কয়েক দিন ধরে ব্যারাকপুরে এই ছবির শুটিং চলছে। সূত্রের খবর, এদিন শুটিং ফ্লোরে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও আবীর চট্টোপাধ্যায় শুটিং করছিলেন। ছবিতে একাধিক অ্যাকশন দৃশ্য এবং স্টান্ট রয়েছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সাথে অন্য এক জন অভিনেতার অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। যেখানে উঁচু থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য ছিল। তখনই তিনি সহ অভিনেতার ধাক্কায় কোমরে গুরুতর আঘাত পান। এরপর শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
তবে বাকি অভিনেতাদের নিয়ে ছবির শুটিং চলছে। সম্প্রতি, কলকাতার আগে বোলপুরে এই ছবিটির একটা বড়ো অংশের শুটিং সম্পন্ন হয়েছে। এই থ্রিলার ছবিটি আগামী পুজোয় মুক্তি পাওয়ার কথা। প্রাথমিক পরীক্ষা করার পর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা কি মন্তব্য করেন, এখন সেই অপেক্ষায় তাকিয়ে পুরো ছবির ইউনিট।
Sponsored Ads
Display Your Ads Here