মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ সন্দেশখালির শাহজাহান শেখ আপাতত পলাতক। তাই আজ জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সেই দায়িত্ব নিজের হাতে নিয়ে নিলেন।
দায়িত্ব নেওয়ার পর নারায়ণ গোস্বামী জানান, ‘‘সাধারণ মানুষের পরিষেবার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, তাই আপাতত দায়িত্ব নিজের হাতে নিয়েছি।’’ অন্যদিকে মৎস্য বিভাগের দায়িত্ব সভাধিপতি নিজের হাতে নেওয়ার পরে বিরোধীরা আক্রমণের সুর চড়িয়েছেন।
বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘‘তৃণমূল কি বুঝে গিয়েছে যে, শাহজাহান আর ফিরবে না? এতদিন তো ওই কুখ্যাত নেতার পাশে দাঁড়িয়েই তৃণমূলের নেতারা দাবী করছিল যে, জনরোষের মুখে পড়ে ইডির আধিকারিকেরা আক্রান্ত হয়েছেন। আসলে তিনি তৃণমূল নেতৃত্বকে জানিয়েই গা ঢাকা দিয়েছে বা বাংলাদেশে পালিয়ে গিয়েছে। তাই তো তড়িঘড়ি শাহজাহানের দায়িত্ব জেলা পরিষদের সভাধিপতি নিজে বুঝে নিয়েছেন। হাজার চেষ্টা করেও শাহজাহানকে বাঁচানো যাবে না।’’