নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মার্কশিট তৈরীর বরাত দেওয়ায় দুর্নীতির অভিযোগ তুলে আজ বিশ্ববিদ্যালয়ে এসএফআই আন্দোলনে নেমেছে। এই মিছিল শহরের বাদামতলা এলাকা থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছায়। এই আন্দোলনে তৃণমূল এসএফআইয়ের কড়া সমালোচনা করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের তালা বন্ধ থাকায় আন্দোলনকারীরা প্রথমে গেট টপকানোর চেষ্টা করেন। পরে লাঠি ও পাথর দিয়ে গেটের তালা ভেঙে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করেন। এরপর উপাচার্যের ঘরে যেতে গেলে সেখানেও তালা দিয়ে দেওয়া হলে উপাচার্যের দপ্তরের প্রবেশের মুখে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

তৃণমূল সমর্থিত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সম্পাদক শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত পড়ুয়াদের সাথে কথা বলতে গেলে পড়ুয়ারা সেই আবেদনে সাড়া না দিয়ে বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ছবি এঁকে প্রতিবাদ জানান।

এসএফআইয়ের পূর্ব বর্ধমান জেলার সম্পাদক অনির্বাণ রায়চৌধুরীর অভিযোগ, ‘‘বিশ্ববিদ্যালয় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। যে সংস্থা সময়ে রেজাল্ট বার করতে পারে না তাদের ২১ কোটি টাকা দিয়ে বরাত পাইয়ে দেওয়া হয়েছে। আসলে ২১ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এর বিহিত প্রয়োজন। এরসাথে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যুক্ত আছেন।’’

তৃণমূলের কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদের পাল্টা অভিযোগ জানিয়ে জানান, ‘‘বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। অথচ এসএফআই গেট বন্ধ রেখে আন্দোলন করছে। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হচ্ছে।’’

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code