নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের ভগবানগোলা দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ হাই স্কুলে মিড ডে মিল খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শতাধিক পড়ুয়া। এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ে তুমুল শোরগোল শুরু হয়ে যায়।
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিদ্যালয়ের মিড ডে মিলের খাবার খেয়ে পড়ুয়াদের বমি ও পেট ব্যথা শুরু হয়। এই ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তর এবং ব্লক প্রশাসনকে খবর দিলে পেয়ে তিনটি অ্যাম্বুল্যান্স ও সাত সদস্যের মেডিকেল টিম ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর অসুস্থ পড়ুয়াদের কয়েক জনকে প্রথমে নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু কয়েক জনের শারীরিক অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পড়ুয়াদের অসুস্থ হওয়ার ঘটনায় স্কুলে বিক্ষোভ দেখান এই ঘটনায় অভিভাবকদের একাংশ বিদ্যালয়ে বিক্ষোভ শুরু করেন। এমনকি দীর্ঘক্ষণ প্রধান শিক্ষককে ঘেরাও করেও বিক্ষোভ দেখাতে থাকেন। আর অভিযোগ করেন, ‘‘মিড ডে মিলে দেওয়া পচা ডিম খেয়ে সকলে অসুস্থ হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
আবার অনেকে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে নিম্নমানের খাবার পরিবেশন এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কোন খাবার থেকে এই সমস্যা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি ব্লক প্রশাসনও তদন্তের আশ্বাস দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here