পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার সাগরের মুড়িগঙ্গা দুই নম্বর পঞ্চায়েতের বামনখালি এলাকায় ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল বাজার। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে তুমুল চাঞ্চল্য তৈরী হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে বামনখালি বাজারের একটি চায়ের দোকানে আগুন লাগে। এরপর চায়ের দোকানে থাকা গ্যাস সিলিন্ডারে সেই আগুন ছড়িয়ে পড়তেই তা ভয়াবহ আকার ধারণ করে। তারপর মুহূর্তের মধ্যে আশপাশের কাপড়, খাদ্যসামগ্রী সহ বিভিন্ন দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের জেরে কয়েকটি দোকানও একেবারে পুড়ে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রথমে এলাকাবাসীরাই দমকল বিভাগকে খবর দিয়ে আগুন নেভানোর কাজে হাত দেন। এরপর দমকল বাহিনী খবর পেয়ে দু’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারপর দমকল বাহিনীদের প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসে।
Sponsored Ads
Display Your Ads Here
দমকল আধিকারিকরা প্রাথমিক ভাবে মনে করছে, শর্ট সার্কিটের জেরেই চায়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথাও বলেন। তবে এই অগ্নিকাণ্ডের কারণে লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Sponsored Ads
Display Your Ads Here