নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার মানিকচকে নবাদিয়াটোলা এলাকায় নতুন বিদ্যুৎ ট্রান্সফরমারে বিদ্যুৎ সংযোগ চালু হতেই মুহূর্তের মধ্যে শতাধিক বাড়ির টিভি, ফ্যান, ফ্রিজ, এসি, মোটর সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম অকেজো হয়ে গেল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ তৈরী হয়। পাশাপাশি ক্ষতিপূরণেরও দাবী করেন।
জানা গেছে, সম্প্রতি রাস্তায় পাইপলাইন বসানোর কাজ হয়। ফলে বিদ্যুৎ ট্রান্সফরমার শিফট করার প্রয়োজন হয়ে পড়ে। এছাড়া প্রায়শই এলাকায় বিদ্যুৎ পরিষেবাতে সমস্যা হচ্ছিল। এই পরিস্থিতিতে এলাকাবাসীদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে জন্য নতুন ট্রান্সফরমার বসানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু নতুন ট্রান্সফরমারে বিদ্যুৎ সংযোগ চালু করতে প্রতিটি বাড়িতে থাকা টিভি, ফ্যান, ফ্রিজ, এসি, মোটর সহ প্রায় সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যায়। বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম আগুনে পুড়েও ক্ষতিগ্রস্ত হয়। যার কারণে এলাকাবাসীদের চরম ক্ষতির মুখে পড়তে হলো। এখনো অবধি এই ঘটনার কারণে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
এলাকাবাসীদের অভিযোগ, ‘‘কোনো বাড়িতে বৈদ্যুতিন সংযোগ সংক্রান্ত সমস্যা থাকলে একটি বা দু’টি বাড়ির ক্ষেত্রে এমন ঘটনা ঘটত। কিন্তু এখানে পরপর শতাধিক বাড়িতে এমন ঘটনা ঘটেছে। যা বিদ্যুৎ সংযোগের গাফিলতি ছাড়া সম্ভব নয়। মূলত কর্তব্যরত বিদ্যুৎ দপ্তরের কর্মী ও আধিকারিকদের ভুলের জন্যই এই সমস্যা।’’
Sponsored Ads
Display Your Ads Here
জেলার বিদ্যুৎ দপ্তরের রিজওনাল ম্যানেজার জানান, ‘‘অনেক সময় আর্থিংয়ের সমস্যা থাকলে এই ধরনের বৈদ্যুতিন সরঞ্জাম নষ্টের পরিস্থিতি হয়। এছাড়া ওভারলোডজনিত কোনো সমস্যা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।”