নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ আজ সকালে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বেলিয়াড়া গ্রাম থেকে পুলিশ একাধিক তাজা বোমা উদ্ধার করলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসীরা এলাকার মধ্যে বোমাগুলি পড়ে থাকতে দেখে পুলিশের কাছে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে প্রায় ৭ থেকে ৮ টি তাজা বোমা উদ্ধার করে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ৩০ শে মে রাজনৈতিক উত্তেজনায় এই গ্রাম উত্তপ্ত হয়ে উঠে। তৃণমুলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গ্রামে তুমুল বোমা বাজির ঘটনা ঘটে। রাতভর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনাও ঘটে।
পর পর বোমা উদ্ধারের ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।