নিজস্ব সংবাদদাতাঃ হায়দ্রাবাদঃ হায়দ্রাবাদের রেজিমেন্টাল বাজার এলাকায় একটি বেসরকারী সংস্থার কর্মীর বাড়িতে আগুন নেভাতে গিয়ে উদ্ধার করা হয়েছে কোটি কোটি টাকা। এই ঘটনায় দমকল কর্মীরা একেবারে তাজ্জব।
জানা গিয়েছে, শ্রীনিবাস নামে এক জন ব্যক্তির বাড়িতে আগুন লেগেছিল। দমকল কর্মীরা খবর পেয়ে একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এই অগ্নিকাণ্ডের জেরে পুরোনো আসবাবপত্র সব পুড়ে গিয়েছে। সেই সময়ই পুলিশ খবর পায় যে, শ্রীনিবাসবাবুর বাড়ির নীচের তলায় প্রচুর টাকা রাখা রয়েছে। এরপরই পুলিশ তল্লাশি শুরু করেন।
তল্লাশি অভিযানের সময় ঘর থেকে ১.৬৫ কোটি টাকা সহ সোনা-রুপো উদ্ধার করা হয়। আয়কর দপ্তরকেও খবর দেওয়া হয়। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, হাওয়ালার মাধ্যমে ওই টাকা লেনদেন করা হয়েছিল। কিন্তু ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে কিনা, তা এখনো অবধি জানা যায়নি।