নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল গভীর রাতেরবেলা হাওড়ার ডোমজুড়ের নিবড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে একটি লরির গ্যারাজে আগুন লেগে গ্যারাজে থাকা লরি, টেম্পো, ম্যাটাডোর সহ বেশ কয়েকটি মোটরবাইক আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে যায়। এই ঘটনায় গ্যারাজ ও গ্যারাজ সংলগ্ন গোডাউনের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো খবর নেই।
স্থানীয় সূত্রের জানা গিয়েছে যে, এই অগ্নিকাণ্ডের জেরে পাশের ছিট কাপড়ের গোডাউন, রঙের গোডাউন ও অ্যাসিডের গোডাউনেও আগুন ছড়িয়ে যায়। স্থানীয় ক্লাবের ছেলেরা খেলা দেখে বাড়ি ফেরার সময় তা দেখতে পেয়ে ডোমজুড় থানায় খবর দেন। এরপর পুলিশ দমকল বিভাগের কাছে খবর দিলে দমকল কর্মীরা দমকলের তিনটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে আসে।
দমকল কর্মীরা এলাকাবাসীদের সাহায্যে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনার কারণ সঠিক ভাবে জানা না গেলেও দমকল কর্মীদের অনুমান যে, বন্ধ গ্যারাজে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্যদিকে ক্ষয়-ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা।