নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ প্রায় ২০ দিন নিখোঁজ থাকার পর বীরভূমের রামপুরহাট এলাকায় সপ্তম শ্রেণীর ছাত্রীর পচা গলা দেহ উদ্ধার হয়েছে। ছাত্রীটি রামপুরহাট শ্যামপাহারির একটি বিদ্যালয়ে পড়ত। এই ঘটনায় ওই বিদ্যালয়ের ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পালের বিরুদ্ধে ওই ছাত্রীকে অপহরণ করে খুন করার অভিযোগ উঠেছে। আপাতত ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৮ অগষ্ট টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল সপ্তম শ্রেণির ওই ছাত্রী। পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। পরে পরিবারের লোকজন জানতে পারেন, স্কুলেরই ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পাল তাকে অপহরণ করেছেন। বিষয়টি পুলিশে জানালে রামপুরহাট থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। এরপরই মঙ্গলবার গভীর রাতে রামপুরহাট থানার কালিডাঙা গ্রামের কাছে জলাজমি থেকে তার পচা গলা মৃত দেহ উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ।
পুলিশ সুপার ফোনে জানিয়েছেন, এখনও পর্যন্ত এই ঘটনায় ধর্ষণের মামলা হয়নি। শুধু নিখোঁজ ডায়েরি করা হয়েছে। দেহ উদ্ধারের পর খুনের মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, দেহটি টুকরো টুকরো করে কেটে জলে ফেলা ছিল। দেহাংশে পচন ধরেছিল। ভৌত বিজ্ঞানের শিক্ষক কেন ওই ছাত্রীকে খুন করলেন, খুনের আগে তার ওপর কোনও শারীরিক নির্যাতন চালানো হয়েছিল কিনা, সবই খতিয়ে দেখছে পুলিশ। তবে দেহাংশে যেহেতু পচন ধরেছিল, তাই তদন্তের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here