চয়ন রায়ঃ কলকাতাঃ বিরোধীদের মতে শাসকদল মানুষকে বিভ্রান্ত করতে একদিনের অধিবেশন ডেকে কৃষি বিলের বিরোধীতায় অধিবেশন ডাকছে। তাই আজ সর্ব দলীয় বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলো যে, ২৭ শে জানুয়ারী ও ২৮ শে জানুয়ারী কৃষি বিলের বিরোধীতায় বিধানসভায় অধিবেশন বসছে। বিরোধীদের মতে শাসকদল মানুষকে বিভ্রান্ত করতে একদিনের অধিবেশন ডেকে কৃষি বিলের বিরোধীতায় অধিবেশন ডাকছে।
তৃণমূল কংগ্রেসের জমানায় বিধানসভা হাস্যকর জায়গায় গিয়েছে। আজ বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই কথা জানান। তিনি বলেন, “পাঁচ বছরে বিধানসভার অধিবেশন সবথেকে কম হয়েছে। অতীতে এত কম অধিবেশন কখনোই হয়নি”। যা রেকর্ড বলেও দাবী করেন সুজন চক্রবর্তী। পাশাপাশি বাজেট অধিবেশন এই সরকার পক্ষ ছাড়তে চাইছে বলেও অভিযোগ করেছেন সিপিএমের পরিষদীয় দলনেতার। যা বামেদের পক্ষে মানা অসম্ভব বলেও জানিয়েছেন তিনি।
Sponsored Ads
Display Your Ads Hereরাজ্যের অপর এক বিরোধী দলনেতা আব্দুল মান্নান জানিয়েছেন, “বিধানসভার অধিবেশন সরকারপক্ষ করতেই চায় না। বিরোধীরা তো অধিবেশনে সব কিছু বলবে। বিরোধীদের বলার অধিকার আটকাতেই সরকার অধিবেশন বসাতে চায় না বলেও অভিযোগ করেছেন আবদুল মান্নান”।