নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ নিজের স্ত্রী ও তার প্রেমিকের খোঁজে উত্তরাখণ্ডের নৈনিতাল থেকে রাজস্থানের জয়পুরের ঠিকানায় উপস্থিত হয়ে দু’জনকে একেবারে হাতেনাতে ধরে ফেলেন। আর আচমকা চোখের সামনে প্রেমিকার স্বামীকে দেখতে পেয়ে প্রেমিক ভয় পেয়ে ছ’তলা আবাসন থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে প্রাণ হারায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃ্ত ২৯ বছর বয়সী মহসিন উত্তরপ্রদেশের বাসিন্দা। মহসিনের নৈনিতালে এক বিবাহিত মহিলার সাথে অবৈধ সম্পর্ক তৈরী হয়। ওই মহিলার একটি কন্যাও রয়েছে। প্রায় দুই বছর আগে মহসিন ওই মহিলা এবং তার মেয়েকে নিয়ে পালিয়ে যায়। ওই মহিলার স্বামী যাতে কোনো ভাবে খোঁজ না পান তাই বার বার জায়গা পরিবর্তন করছিলেন।
অবশেষে জয়পুরের প্রতাপ নগরে গিয়ে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকছিলেন। কিন্তু ওই মহিলার সবামী নতুন ঠিকানার খোঁজ পেয়ে সেই ফ্ল্যাটে যেতেই মহসিন ফ্ল্যাটের বারান্দা থেকে নীচে ঝাঁপ মারেন। এরপর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
তারপর মহসিনের দেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকেই মহিলা সহ তার স্বামী পলাতক। তবে প্রতাপ নগর থানার পুলিশও ওই দম্পতির সন্ধানে তল্লাশি চালাচ্ছে।