ব্যুরো নিউজঃ ইউরোপঃ সমগ্র ইউরোপ জুড়ে বিচ্ছিন্ন ভাবে দাবানলের আগুন দেখা যাচ্ছে। গত বুধবার থেকে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিভিন্ন জায়গায় এই দাবানল লক্ষ্য করা গিয়েছে। এর জেরে ইউরোপের কিছু কিছু অঞ্চলের তাপমাত্রাও অনেকটা বেড়ে গিয়েছে।
ফ্রান্সে প্রায় ছ’হাজার মানুষকে নিরাপদ অঞ্চলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের জিরোদেঁ অঞ্চলেও দাবানল লেগেছে। এছাড়া সাউথ অফ বরদৌ এবং টাউন অফ লান্ডিরাসেও আগুন লেগেছে। তবে দমকল বিভাগও অত্যন্ত তৎপরতার সাথে মানুষকে উদ্ধার করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
আটলান্টিক কোস্টের আর্কাশন বে’তেও একটি বড়ো গ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে। সেখানে ইউরোপের সর্বোচ্চ উচ্চতার বালিয়াড়ি দেখতে পাওয়া যায়। দূর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। ফ্রান্সের এই প্রাকৃতিক অগ্নি-কাণ্ডের জেরে সেখানে বাস্তিল পতনের উদযাপনেই বাধা পড়েছে। বাজি পোড়ানো নিষিদ্ধ হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পর্তুগালের কিছু কিছু অংশেও আগুন লেগেছে। জোরালো হাওয়ার জন্য দমকল বিভাগকে সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে। এই অগ্নিকাণ্ডের জেরে সেখানকার পথ-ঘাট অবরুদ্ধ হয়ে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here