Indian Prime Time
True News only ....

SBI-র নতুন ঘোষণায় খুব খুশী গ্রাহকরা

- sponsored -

- sponsored -

ওয়েব ডেস্কঃ SBI-র তরফ থেকে বড়ো ঘোষণা এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গৃহঋণের উপর সুদ কমাল। যার ফলে খুশী গ্রাহকরাও।

৩০ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে গ্রাহকদের সর্বনিম্ন ৬.৯০% হারে সুদ দিতে হবে আর ৩০ লক্ষ টাকার উপর গৃহঋণে সর্বনিম্ন ৭% হারে সুদ দিতে হবে।
৩০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত গৃহঋণেও ছাড় রয়েছে। সেক্ষেত্রে ক্রেডিট স্কোরের ভিত্তিতে ছাড়ের পরিমাণ ১০ BPS থেকে বাড়িয়ে ২০ BPS করা হয়েছে।
৭৫ লক্ষ টাকার উপর গৃহঋণের সুদে ২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত ছাড় মিলবে।
৩ কোটি টাকা পর্যন্ত গৃহঋণে একই সুবিধা তো থাকছেই তার পাশাপাশি ঋণের আবেদন YONO থেকে করলে বাড়তি ছাড় পাওয়া যাবে। এক্ষেত্রে অতিরিক্ত ৫ BPS ছাড় মিলবে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

কিন্তু এই বিষয়ে আবেদনকারীর ক্ষেত্রে একটা শর্ত জারি করা হয়েছে। ঋণের আবেদন করতে হবে YONO এর মাধ্যমে। CIBIL স্কোর অনুযায়ী এই ছাড় পাবেন তারা।

SBI-এর ম্যানেজিং ডিরেক্টর সি এস শেট্টি জানিয়েছেন, “গ্রাহকদের স্বপ্নের বাড়ি কিনতে আরো উৎসাহিত করবে স্টেট ব্যাঙ্কের এই সুবিধা। কোরোনার পরবর্তী পরিস্থিতিতে গ্রাহকদের চাহিদাও বেড়েছে। তাই পরবর্তীতে প্রয়োজন অনুসারে তাদের চাহিদা অনুযায়ী সুযোগ সুবিধা দেবে SBI”
যা গ্রাহকদের চাহিদাকে আরো বাড়িয়ে তুলবে।

 

 

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored