Reading Mode

ওয়েব ডেস্কঃ গুজরাত ক্রিকেট অ্যাসেসিয়েশনের ইন্ডোর অ্যাকাডেমির উদ্বোধনের সময় BCCI সচিব জয় শাহ ঘোষণা করলেন আগামী বছর ৭ ফেব্রুয়ারী থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ডের টেস্ট ম্যাচ।
বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম আহমেদাবাদে সর্দার প্যাটেল স্টেডিয়ামে ভারতের সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে ডে-নাইট টেস্ট খেলা হবে।

টিম ইন্ডিয়ার চলতি অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট গোলাপী বলে কৃত্রিম আলোয় খেলা হবে। এখনো পর্যন্ত ভারতীয় দল মাত্র একটি একদিনের টেস্ট ম্যাচ খেলেছে। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপী বলের টেস্ট ম্যাচ আয়োজিত হয়।

চলতি বছরের সেপ্টেম্বরের স্থগিত হয়ে যাওয়া সিরিজ খেলতে নতুন বছরের শুরুতেই ইংল্যান্ডের ভারত সফরে আসার কথা ছিল। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে চারটি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং পাঁচটি ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ব্রিটিশরা। টেস্ট সিরিজের একটি ম্যাচ গোলাপী বলে কৃত্রিম আলোয় খেলা হবে। শুধু গোলাপি বলে একদিনের টেস্ট নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলিরা পাঁচটি ম্যাচের টি-২০ সিরিজ খেলবে মোতেরার নতুন স্টেডিয়ামেই।
আর ২৪ ফেব্রুয়ারী থেকে আহমেদাবাদে ডে-নাইট টেস্ট খেলা হবে ২৪ ফেব্রুয়ারী থেকে।